দুর্গাপুজো মানেই এখন থিমের ভিড় । উত্তর থেকে দক্ষিণ...পুজো মণ্ডপগুলি সেজে অভিনব থিমে । দেখে নেওয়া যাক শহরের সেরা ৫ পুজো
লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে একটা আলাদাই উন্মাদনা রয়েছে শহরের । এবারের থিম প্যারিসের ডিজনিল্যাণ্ড
উত্তর কলকাতার অন্যতম বড় পুজো টালা প্রত্যয় । এবারের থিম- কহন । শিল্পী সুশান্ত পাল নিজেই এবার এই পুজোর থিম
দক্ষিণ কলকাতায় যাবেন, চেতলা অগ্রণীর ঠাকুর দেখবেন না, এমন মানুষ খুব কমই আছেন । এবার তাদের থিম, যে যেখানে দাঁড়িয়ে । মণ্ডপে শ্রেণিবৈষম্যের কথা বলা হয়েছে
এবারও নজরকাড়া থিম সুরুচি সঙ্ঘের । পশ্চিমবঙ্গের শিল্পকলাকে তুলে ধরা হয়েছে মণ্ডপে । একইসঙ্গে প্লাস্টিক বর্জনের বার্তাও দেওয়া হয়েছে
ত্রিধারা সম্মিলনীর এবার থিম উৎসব । কাঁচ ও আলোর মালায় সেজেছে মণ্ডপ। দুঃখের মধ্যেও দুর্গাপুজো একটা আনন্দ নিয়ে আসে। মন ভাল করা উৎসবের থিমেই সেজেছে মণ্ডপ