উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো। ৯১তম বর্ষে তাদের থিমের নাম ‘সম্ভাবনা’। মানুষের মস্তিষ্কের আদলে তৈরি মণ্ডপে ভিড় উপচে পড়ছে।
৮৯ বছরে পা দিল হাতিবাগান সর্বজনীনের পুজো। এই বছর তাঁদের পুজোর থিম 'দোসর'। সময়ের ফারাক তুচ্ছ করে গড়ে ওঠা নাড়ির টান এই পুজোর থিম
উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোর এবারের থিম হস্তশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের লড়াই। ৪৫০ মিটার পটশিল্পে সাজানো মণ্ডপ। রয়েছে ২৪ জোড়া কৃত্রিম হাত।
উত্তরের থিম পুজোর প্রথম সারিতে জায়গা করে নিয়েছে টালা প্রত্যয়। 'কহন দ্য ন্যারেশন'- এই থিমে তৈরি এই মণ্ডপ ও প্রতিমা।
এই পুজোর মাতৃপ্রতিমার আবেদন চিরন্তন। জয়পুরের একটি মিউজিয়ামের আদলে তৈরি হয়েছে বাগবাজারের মণ্ডপ। কিন্তু পুজোর প্রথা ও রীতিতে কোনওরকম পরিবর্তন হচ্ছে না।