5 Top Durga Puja Of North Kolkata: উত্তরের এই ৫ পুজো মিস নয়

By Editorji News Desk
Published on | Oct 20, 2023

নলিন সরকার স্ট্রিট

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো। ৯১তম বর্ষে তাদের থিমের নাম ‘সম্ভাবনা’। মানুষের মস্তিষ্কের আদলে তৈরি মণ্ডপে ভিড় উপচে পড়ছে।

Image Credit: facebook

হাতিবাগান সর্বজনীন

৮৯ বছরে পা দিল হাতিবাগান সর্বজনীনের পুজো। এই বছর তাঁদের পুজোর থিম 'দোসর'। সময়ের ফারাক তুচ্ছ করে গড়ে ওঠা নাড়ির টান এই পুজোর থিম

Image Credit: facebook

কুমারটুলি সর্বজনীন

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজোর এবারের থিম হস্তশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের লড়াই। ৪৫০ মিটার পটশিল্পে সাজানো মণ্ডপ। রয়েছে ২৪ জোড়া কৃত্রিম হাত।

Image Credit: facebook

টালা পার্ক প্রত্যয়

উত্তরের থিম পুজোর প্রথম সারিতে জায়গা করে নিয়েছে টালা প্রত্যয়। 'কহন দ্য ন্যারেশন'- এই থিমে তৈরি এই মণ্ডপ ও প্রতিমা।

Image Credit: facebook

বাগবাজার সর্বজনীন

এই পুজোর মাতৃপ্রতিমার আবেদন চিরন্তন। জয়পুরের একটি মিউজিয়ামের আদলে তৈরি হয়েছে বাগবাজারের মণ্ডপ। কিন্তু পুজোর প্রথা ও রীতিতে কোনওরকম পরিবর্তন হচ্ছে না।

Image Credit: facebook