শুষ্ক ত্বকের মোকাবিলা করতে চাইলে সবচেয়ে বড় অস্ত্র হল অলিভ অয়েল। শীতকালে রোজ নিয়ম করে অলিভ অয়েল মাখুন।
শীতকালে হাত, পা, গোড়ালি, হাঁটু, কনুইয়েরও ত্বকের বিশেষ যত্ন রাখা প্রয়োজন। ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে নারকেল তেল মাখুন।
শীতে প্রতিদিন দুই বেলা নিয়ম করে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখে।
শীতকালে সাবান মাখলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই শীতে ত্বককে ভাল রাখতে গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করা উচিত।
ত্বকের শুষ্কতা দূর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। একটি অ্যালো ভেরা পাতা মাঝখান থেকে কেটে শাঁস বের করে ত্বকে মেখে নিন।