5 Tips To Get Rid From Pimple: গায়েব হবে পিম্পল, রইল পাঁচ টিপস

By Editorji News Desk
Published on | Jan 19, 2024

লেবুর রস

পিম্পল দূর করার সবচেয়ে সহজ ঘরোয়া উপায় লেবুর রস। একটি কটনের বল লেবুর রসে ভিজিয়ে সারারাত পিম্পলের উপর রেখে দিন।

Image Credit: ফেসবুক

আদা

পাতলা পাতলা করে আদার স্লাইস কেটে নিয়ে পিম্পলের উপরে ১৫ থেকে ২০ মিনিট হালকা হালকা করে ঘষে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

Image Credit: ফেসবুক

বরফ

বরফের টুকরো তুলো দিয়ে মুড়িয়ে প্রতিদিন কয়েকবার করে পিম্পলের উপর কিছুক্ষণের জন্য রেখে দিন।

Image Credit: ফেসবুক

পেঁপে

পাকা পেঁপের পেস্ট বানিয়ে পিম্পেলের উপর মিনিট কুড়ি মতো রেখে জল দিয়ে ধুয়ে নিন।

Image Credit: ফেসবুক

কমলা লেবুর খোসা

কমলা লেবুর খোসা ভাল করে ব্লেন্ড করে জল মিশিয়ে পেস্ট করে পিম্পল উপর ৩০ মিনিট রেখে দিন।

Image Credit: ফেসবুক