5 Tips For Laxmi Pujo: লক্ষ্মী পুজোর সাজে, আলতা টিপ মাস্ট

By Editorji News Desk
Published on | Oct 28, 2023

আজ খোঁপা মাস্ট

সারাদিন কাজকর্ম ছুটোছুটি থাকে, তাই চুলে একটা আলগা খোঁপাই ভাল লাগবে আজ।

Image Credit: Facebook

সোনা বা রুপোর গয়না

লক্ষ্মী ধনসম্পদনের দেবী, এদিন তাই সাজতে পারেন সোনা বা রুপোর গয়নায়।

Image Credit: Jalsaghar Kolkata

লাল, সাদা, হলুদ শাড়ি

লক্ষ্মীপুজোর দিন সাবেক তাঁত বা জামদানি বা সুতির লাল হলুদ সাদা যেকোনও রঙের শাড়িই ভাল লাগবে।

Image Credit: Facebook

আলতা

হাতে পায়ে আলতা পরলে তো কথাই নেই।

Image Credit: Facebook

টিপ

আর এই সাজের সঙ্গে একটা বড় টিপ না হলে কী চলে! হাতের সাহায্যেই পরে নিন টিপটা।

Image Credit: Facebook