5 Nail Extension Tips: বিয়ের আগে নেল এক্সটেনশন করবেন? রইল পাঁচ টিপস

By Editorji News Desk
Published on | Jan 10, 2024

জেল এক্সটেনশন

নেল এক্সটেনশন না করিয়ে জেল এক্সটেনশন করতে পারেন। এক্ষেত্রে ম্যানিকিওর করা যায় এবং নখও ভাল থাকে।।

Image Credit: ফেসবুক

জীবাণুমুক্ত যন্ত্রপাতি

নেল এক্সটেনশন করার ক্ষেত্রে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হচ্ছে কি না সেটি দেখে নিন।

Image Credit: ফেসবুক

নখ পরিষ্কার

নেল এক্সটেনশন করার পর নখ পরিষ্কার রাখবেন। নখে ধাক্কা না লাগে যাতে সে বিষয় নজর রাখবেন।

Image Credit: ফেসবুক

রিমুভার

নেল এক্সটেনশনের পর নখ খোলার জন্য রিমুভার রয়েছে তা ব্যবহার করতে পারেন। এই রিমুভার ব্যবহার না করলে নখের ক্ষতি হতে পারে।

Image Credit: ফেসবুক

নখ কাটা

এক্সটেনশনের পর নখ কাটার কথা ভাবলে বাড়িতে না কাটাই ভাল। এতে নখ এবং নখের ত্বকে প্রভাব পড়ে।

Image Credit: ফেসবুক