নেল এক্সটেনশন না করিয়ে জেল এক্সটেনশন করতে পারেন। এক্ষেত্রে ম্যানিকিওর করা যায় এবং নখও ভাল থাকে।।
নেল এক্সটেনশন করার ক্ষেত্রে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হচ্ছে কি না সেটি দেখে নিন।
নেল এক্সটেনশন করার পর নখ পরিষ্কার রাখবেন। নখে ধাক্কা না লাগে যাতে সে বিষয় নজর রাখবেন।
নেল এক্সটেনশনের পর নখ খোলার জন্য রিমুভার রয়েছে তা ব্যবহার করতে পারেন। এই রিমুভার ব্যবহার না করলে নখের ক্ষতি হতে পারে।
এক্সটেনশনের পর নখ কাটার কথা ভাবলে বাড়িতে না কাটাই ভাল। এতে নখ এবং নখের ত্বকে প্রভাব পড়ে।