5 Indoor Plant Care Tips: ইন্ডোর প্ল্যান্ট যত্নের পাঁচকাহন, রইল টিপস

By Editorji News Desk
Published on | Jan 30, 2024

গাছ তুলে রাখুন

শীতকালে তাপমাত্রার তারতম্য ঘটে। রাতে অত্যাধিক ঠাণ্ডা থাকলে গাছ বাইরে কিংবা ব্যালকনিতে থাকলে সেগুলি ঘরে তুলে রাখুন।

Image Credit: ফেসবুক

গাছে জল দেওয়ার নিয়ম

গাছে জল দেওয়ার আগে খেয়াল রাখুন টবের মাটি ভিজে রয়েছে কি না। কারণ শীতকালে অত্যাধিক জল দিলে আপনার পছন্দের গাছের গোড়ায় পচন ধরতে পারে।

Image Credit: ফেসবুক

গাছের যত্ন

নিয়ম করে গাছের পাতা ছেঁটে ফেলুন। রোজ সকালে উঠে গাছে মৃত ডালপালা কিংবা পাতা দেখলেই ছেঁটে ফেলুন। এতে গাছ ভাল থাকে বৃদ্ধিও বাড়ে।

Image Credit: ফেসবুক

সূর্যালোকে গাছ

শীতকালে গাছের পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন হয়। ঘরের ভেতরে থাকা গাছগুলোকে জানালার যত কাছাকাছি নেওয়া সম্ভব সেখানে রাখুন।প্রয়োজনে ছাদ কিংবা বারান্দায় রাখুন

Image Credit: ফেসবুক

গাছ একসঙ্গে রাখুন

গরমকালে ঘরের গাছগুলি দূরে দূরে রাখলেও শীতকালে গাছগুলি এক জায়গায় রাখুন। একসঙ্গে অনেক গাছ থাকলে সেই জায়গার তাপমাত্রাও খানিকটা বৃদ্ধি পায়।

Image Credit: ফেসবুক