5 Home Remedies for Grey Hair: সাদা চুলের সমস্যা মিটবে এই পাঁচ টোটকায়

By Editorji News Desk
Published on | Jan 08, 2024

বাদাম তেল

চুলের যত নেওয়ার ক্ষেত্রে বাদাম তেল অত্যন্ত উপকারী। সপ্তাহের দু-তিন দিন বাদাম তেল চুলে ম্যাসাজ করলেই চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

Image Credit: ফেসবুক

আমলকি

কাঁচা আমলকি বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিয়ম করে চুলে লাগালেই চুল পড়া কমবে। উজ্জ্বলতা বাড়বে। চুল কম পাকবে।

Image Credit: ফেসবুক

লেবু

নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাসাজ করলে চুল সাদা হওয়া বন্ধ হয়ে যাবে।

Image Credit: ফেসবুক

পেঁয়াজ

পেঁয়াজ বেটে পেঁয়াজের রস চুলের গোড়ায় যদি ২০-২৫ মিনিট ধরে মাসাজ করা যায় তাহলে চুল ভাল থাকে। পাকা চুলের সংখ্যাও কমে যায়।

Image Credit: ফেসবুক

স্বাস্থ্যকর খাবার

প্রোটিন, ভিটামিনের অভাবে চুল পেকে যায়। এক্ষেত্রে চুলের স্বাস্থ্য বজায় রাখতে খাবারে ভিটামিন বি, বি টুয়লভ, ভিটামিন সি-এর মাত্রা বাড়াতে হবে।

Image Credit: ফেসবুক