5 Green Peas Benefits: শীতকালে কড়াইশুঁটি মাস্ট, রইল পাঁচটি গুণের হদিশ

By Editorji News Desk
Published on | Jan 31, 2024

অন্ত্রের উপকার

কড়াইশুঁটিতে রয়েছে ফাইবার। যা অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। যা গ্যাস, অ্যাসিডিটির মতো রোগ দূরে থাকে।

Image Credit: ফেসবুক

ব্লাড সুগার নিয়ন্ত্রণ

কড়াইশুঁটি বশে রাখে হাই ব্লাড সুগার। কারণ এই সবজিতে গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই কম। যা মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করে।

Image Credit: ফেসবুক

হার্টের অসুখ

শীতকালে হার্টের অসুখ দেখা যায়। এই সমস্যার সমাধান রয়েছে কড়াইশুঁটিতে। এতে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ক্যালশিয়াম হার্টের অসুখ দূরে রাখে।

Image Credit: ফেসবুক

প্রোটিন জোগান

কড়াইশুঁটি অল্প থেকে রাঁধলে তা থেকে যা প্রোটিন পাওয়া যায় তা দেহে ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটায়।

Image Credit: ফেসবুক

ভিটামিন সি

মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

Image Credit: ফেসবুক