ডিমের কুসুম এবং পাতিলেবুর রস দিয়ে মাস্ক বানিয়ে ফেলুন। এই মাস্ক সপ্তাহে দু'দিন ব্যবহার করলেই উজ্জ্বলতা ফিরে আসবে।
হলুদের গুঁড়ো, লেবুর রস এবং মধু একসঙ্গে মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এটি সপ্তাহে একদিন মাখলেই ত্বক উজ্জ্বল হবে।
সামান্য মধু, পাতিলেবুর রস আর বেকিং সোডা মিশিয়ে তৈরি কড়া এই মাস্ক অনায়াসেই আপনাকে গ্লোয়িং ত্বক ফিরিয়ে দেবে।
চালের গুঁড়োর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি আঠাল মিশ্রণ বানিয়ে মুখে মাখুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারেই ফল পাবেন।
গ্লোয়িং ত্বক পেতে কাঁচা দুধ আর আমন্ডের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে মাখুন। এই মাস্কটি গরম জল দিয়ে ধুতে হবে।