দীপাবলির দিন আলো উপচে দিন ঘরের আনাচে কানাচে...বিভিন্ন রঙের আলোতে সাজাতে পারেন গোটা বাড়ি৷
আজকাল বাজারে রকমারি প্রদীপ মোম মেলে বাজারে৷ কিনতে পারেন সুগন্ধি মোমও। রকমারি মোমদানি দিয়েও সাজাতে পারেন।
নানা রঙ প্রদীপ দিয়ে ঘরের মাঝখানে একটা রঙ্গোলি বানিয়ে ফেলুন।
আলোর ফাঁকে ফাঁকে সিঁড়ি, দেওয়ালের মাঝ দিয়ে লম্বা করে ঝুলিয়ে দিন আর্টিফিশিয়াল ফুলের মালা।
রঙিন কুশান আলোর মালায় সাজাতে পারেন বসার ঘর।