5 Cooking Tips : রান্নার পাঁচকাহন, এই টিপসে মিলবে বাড়তি স্বাদ

By Editorji News Desk
Published on | Jan 21, 2024

চিকেনে সুগন্ধ

ক্যাপসিকাম, লেমন গ্রাস এই দুই উপকরণ চিংড়ি এবং চিকেনের ঘ্রাণ বাড়াতে সাহায্য করে।

Image Credit: ফেসবুক

সবজিতে সুগন্ধ

যে কোনও সবজিতে জিভে জল আনা গন্ধ চাইলে শুকনো লঙ্কা আর রসুন আগে তেলে ভেজে নিয়ে তারপর রান্না করতে পারেন।

Image Credit: ফেসবুক

তরকারির রঙ ভাল

তরকারিতে রঙ ভাল আনতে হলে তেলের উপর পেঁয়াজ দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নিন।

Image Credit: ফেসবুক

ঝরঝরে ভাত

ভাত ঝরঝরে চাইলে ভাত ফুটে ওঠার সময় একটু তেল ছড়িয়ে দেবেন।

Image Credit: ফেসবুক

সুজির হালুয়া

সুজির হালুয়া আরও বেশি সুস্বাদু বানাতে চাইলে চিনির পাশাপাশি গুড় ব্যবহার করবেন। একটু এলাচের গুঁড়োও দিতে পারেন।

Image Credit: ফেসবুক