5 Bridal Sarees: বেনারসি ছাড়াও বিয়েতে থাকুক এই পাঁচ শাড়ি

By Editorji News Desk
Published on | Dec 06, 2023

লাল পেড়ে শাড়ি

বিয়ের সকালে দধি মঙ্গল অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন সুতির লাল পেড়ে সাদা শাড়ি।

Image Credit: ফেসবুক

হ্যান্ডলুমের শাড়ি

বিয়ের সকালের দ্বিতীয় অনুষ্ঠান গায়ে হলুদ। এই অনুষ্ঠানে সাধারণত কনেকে হলুদ শাড়ি পরানো হয়। এই অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন হ্যান্ডলুমের হলদে শাড়ি।

Image Credit: ফেসবুক

তাঁতের শাড়ি

বিয়ের বিকেলে ভারি গয়না আর শাড়ি পড়তেই হয়। সেক্ষেত্রে সকালে বিদ্ধির অনুষ্ঠানে হালকা সাজ আর সাবেকি লুকের জন্য বেছে নিতে পারেন তাঁতের শাড়ি।

Image Credit: ফেসবুক

বিয়ের শাড়ি

বিয়ের সময় অনেকেরই পছন্দ থাকে বেনারসি শাড়ি। কিন্তু সাবেকির লুক চাইলেও যদি বেনারসি না পরতে চান সেক্ষেত্রে কাতান সিল্ক বা জামওয়ার সিল্ক পরতে পারেন।

Image Credit: ফেসবুক

ভাত কাপড়ের শাড়ি

জীবনে একবারই আসে ভাত-কাপড়ের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সিল্কের বা হ্যান্ডলুমের কোনও শাড়ি পরে মানানসই গয়না পরতে পারেন।

Image Credit: ফেসবুক