Durga Puja Eye Make-up: পুজোয় নজর কাড়ুন আই মেকআপে, রইল টিপস

By Editorji News Desk
Published on | Oct 06, 2023

পুজো আই মেক-আপ

দুর্গাপুজোর সময় একটু সাজগোজ না করলে ঠিক চলে না । তবে, মুখে চড়া মেক-আপ না করাই ভাল । বরং এবার পুজোয় নজর কাড়ুন চোখের মেক-আপে । চোখে চোখেই ঘায়েল করুন

কনসিলর

চোখের মেক-আপের জন্য কনসিলর খুব প্রয়োজন । নিজের স্কিন টোন অনুযায়ী কনসিলর কিনুন । মেক-আপ শুরুর আগে ডার্ক সার্কেলে এবং চোখের উপর কনসিলর লাগান

আইশ্যাডো

চোখের রং বা নিজের স্কিন টোন বুঝে আইশ্যাডো লাগান । যাঁদের হালকা স্কিন টোন বা চোখের রং, তাঁরা হালকা রঙের বা ন্যুড আইশ্যাডো লাগাতে পারেন

আইলাইনার

মোটা করে লাইনার লাগাবেন না । পেন্সিল লাইনারগুলি ব্যবহার করবেন । লাইনার লাগানোর আগে একটু পাউডার ব্যবহার করতে পারেন

কাজল

মোটা করে লাইনার লাগালে, কাজল নাও পরতে পারেন । যা একটা আলাদাই লুক দেবে আপনাকে । কালো না লাগিয়ে সাদা কাজলও কিন্তু ব্যবহার করতে পারেন

মাসকারা

চোখের মেক-আপ করছেন, আর মাসকারা লাগাবেন না, তা কি হয় !একটু পাউডার ব্রাশ করে মাশকারা লাগাতে পারেন