5 Best Chinese Restaurants Kolkata:শহরে চিনা স্বাদ! সেরা ৫

By Editorji News Desk
Published on | Oct 17, 2023

তুং ফং

কলকাতার চীনে খাবারের অন্যতম শ্রেষ্ঠ ঠিকানা পার্ক স্ট্রিটের তুং ফং। মেন কোর্স তো দারুণ বটেই, তুং ফঙের স্যুপ, স্টার্টার মিস করলেও পস্তাবেন।

Image Credit: facebook

তুং নাম

রেস্টুরেন্ট ট্যাংরার অন্যতম সেরা চীনে খাবারের ঠেক। অন্থেটিকনয়, ভিন্টেজ ইটিং হাউজ। পোদ্দার কোর্টের কাছে, ছাত্তাওয়ালা গলিতে। ওয়ান্টন স্যুপ মিস করবেন না।

Image Credit: facebook

সেই ভুই

পর্ক পছন্দ করেন? টেরিটি বাজারে, ব্ল্যাকবার্ন রোডের সেই ভুই রেস্তোরাঁয় যেতেই হবে আপনাকে। উপরি পাওনা একটা দুর্দান্ত চা।

Image Credit: facebook

কিম লিং

ট্যাংরার অন্যতম সেরা চীনে খাবারের ঠেক। অন্থেটিক চাইনিজ খাওয়াতে কিম লিং-এর জুড়ি নেই৷ পরিবেশও চমৎকার।

Image Credit: facebook

ইউ চউ

পুজোয় গরমাগরম চিমনি স্যুপ খেতে যান? সোজা চলে যান গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ইউ চউতে। কলকাতার অন্যতম প্রাচীন পারিবারিক চীনে রেস্তোরাঁ। দারুণ খাবার।

Image Credit: facebook