কলকাতার চীনে খাবারের অন্যতম শ্রেষ্ঠ ঠিকানা পার্ক স্ট্রিটের তুং ফং। মেন কোর্স তো দারুণ বটেই, তুং ফঙের স্যুপ, স্টার্টার মিস করলেও পস্তাবেন।
রেস্টুরেন্ট ট্যাংরার অন্যতম সেরা চীনে খাবারের ঠেক। অন্থেটিকনয়, ভিন্টেজ ইটিং হাউজ। পোদ্দার কোর্টের কাছে, ছাত্তাওয়ালা গলিতে। ওয়ান্টন স্যুপ মিস করবেন না।
পর্ক পছন্দ করেন? টেরিটি বাজারে, ব্ল্যাকবার্ন রোডের সেই ভুই রেস্তোরাঁয় যেতেই হবে আপনাকে। উপরি পাওনা একটা দুর্দান্ত চা।
ট্যাংরার অন্যতম সেরা চীনে খাবারের ঠেক। অন্থেটিক চাইনিজ খাওয়াতে কিম লিং-এর জুড়ি নেই৷ পরিবেশও চমৎকার।
পুজোয় গরমাগরম চিমনি স্যুপ খেতে যান? সোজা চলে যান গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ইউ চউতে। কলকাতার অন্যতম প্রাচীন পারিবারিক চীনে রেস্তোরাঁ। দারুণ খাবার।