5 Best Buffet Restaurant Kolkata: সেরা পাঁচ বুফে রেস্তোরাঁ

By Editorji News Desk
Published on | Oct 19, 2023

বারবিকিউ নেশন

কলকাতার অন্যতম জনপ্রিয় বুফে রেস্তোরাঁ। সল্টলেকের এই রেস্তোরাঁর অন্যতম আকর্ষণ চিকেন এবং চিংড়ির গ্রিল্ড আইটেম। এখানে জনপ্রতি খরচ ৯৪৯ টাকা।

Image Credit: ফেসবুক

চ্যাপ্টার-২

সদার্ন এভিনিউয়ের এই বুফে রেস্তোরাঁয় আনলিমিটেড কন্টিনেন্টাল খেতে একজনের খরচ ৯৫০ টাকা।

Image Credit: ফেসবুক

হাকা

শহরের জনপ্রিয় চাইনিজ বুফে রেস্তোরাঁ হাকা। সিটি সেন্টারের এই রেস্তোরাঁয় একজনের আনলিমিটেড খেতে খরচ ৬৯৫ টাকা।

Image Credit: ফেসবুক

এবসিলিউট বারবিকিউ

বারবিকিউ নেশনের মতোই অত্যন্ত জনপ্রিয় এই বুফে রেস্তোরাঁ। চিকেন ও চিংড়ির স্টার্টার ও কব্জি ডুবিয়ে মেন কোর্স খেতে এক জনের খরচ ৯৯৯ টাকা।

Image Credit: ফেসবুক

গ্রান্ড মার্কেট প্যাভিলিয়ন

আইটিসির এই সুসজ্জিত রেস্তোরাঁয় সব রকমের খাবার পাওয়া যায়। বুফেতে একজনের খেতে খরচ পড়ে ১৮৭৫ হাজার টাকা

Image Credit: ফেসবুক