শহরজুড়েই ছড়ানো হয়েছে শাখা। কিন্তু সাউথের পুজো দেখার ফাঁকে মূল শাখাতেই যাওয়া ভালো। দারুণ রান্না। তবে জায়গা পাওয়া মুশকিল।
ডাব চিংড়ি বা কষা মাংসের জন্য অবশ্যই যান। যে কোনও শাখাতেই যেতে পারেন। নিজেদের সিগনেচার ডিশে এদের রান্নার জবাব নেই।
ইলিশ মাছের ডিশে এদের জুড়ি নেই৷ নিরামিষ তরকারিও দুরন্ত। যাবেন নাকি অষ্টমীতে?
বাঙালি খাবারের আলোচনায় অনেক সময় স্টার্টার নিয়েই কথাই হয় না৷ আহেলির স্টার্টার কিন্তু অনবদ্য।
ধর্মতলার দিকে গেলে আদি শাখাতেই যাওয়ার চেষ্টা করুন। কচুপাতা চিংড়ি খেলে মন ভরে যাবে। অন্য রান্নাও চমৎকার।