10 Weapons of Durga : দশভূজার কোন অস্ত্র কীসের প্রতীক, জানুন

By Editorji News Desk
Published on | Oct 20, 2023

দশ হাত, দশ অস্ত্র

দেবী দুর্গার দশ হাত । দশটা হাতেই থাকে নানারকম অস্ত্র । ছোটবেলা থেকে এমনটাই দেখে এসেছে সবাই । তবে, কোন হাতে কী অস্ত্র থাকে, তার গুরুত্ব কী জেনে নিন

চক্র

দুর্গার তর্জনীতে সুদর্শন চক্র থাকে। শ্রীকৃষ্ণ এই অস্ত্র প্রদান করেন দেবীকে । এই অস্ত্র দৃঢ়তা এবং সংহতির প্রতীক

শঙ্খ

বরুণ দেবের কাছ থেকে শঙ্খ পেয়েছিলেন দেবী । যার ধ্বনি মঙ্গলময়, অর্থাৎ শুভ । শঙ্খের আওয়াজে সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে

গদা

গদা আনুগত্য, ভালবাসা, ভক্তি ও শক্তির প্রতীক । যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন এই অস্ত্র

পদ্ম

দশভূজা দেবীর হাতে পদ্ম দেন ব্রক্ষ্মা । অন্ধকার কেটে আসে আলো, শুভশক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল

বজ্র

ইন্দ্রদেব বজ্র তুলে দেন দেবীর হাতে । দৃঢ়তা এবং সংহতির প্রতীক এই বজ্র

তীর-ধনুক

তীর-ধনুক ইতিবাচক শক্তির প্রতীক । দেবী দুর্গার হাতে এই অস্ত্র তুলে দেন পবন দেব

তলোয়ার

বুদ্ধির প্রতীক তলোয়ার । তার ধারেই সমাজের সমস্ত বৈষম্য ও অশুভকে বিনাশ করা যায় । কথিত আছে, গণেশ দুর্গাকে এই তলোয়ার দিয়েছিলেন

ঘণ্টা

ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে ঘণ্টা দিয়েছিলেন । ঘণ্টা-র ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে

সাপ

শুদ্ধ চেতনার প্রতীক সাপ । শেষনাগ দেবী দুর্গাকে এই অস্ত্র দেন

ত্রিশূল

সব শেষে আসে ত্রিশূল । যে অস্ত্র দিয়ে মহিষাসুর বধ করেন দেবী দুর্গা । মহাদেব এই অস্ত্র দেন । ত্রিশূলের তিন ফলা সত্য, তমঃ, রজঃ -র প্রতীক