চলতি সপ্তাহের টিআরপিতে ঘটে গেল বড় বদল । আর টপার রইল না অনুরাগের ছোঁয়া । শুধু তাই নয়, এক থেকে সোজা পাঁচে নেমে গেল দীপা-সূর্য
টিআরপি টপার এবার জগদ্ধাত্রী । প্রাপ্ত নম্বর ৬.৭ । যদিও এবার অনেকটাই নম্বর কমেছে ধারাবাহিকগুলির
দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু । প্রাপ্ত নম্বর ৬.৫ । পর্ণা-সৃজনের ডিভোর্স ট্র্যাক ভাল নম্বর দিচ্ছে ধারাবাহিককে
৬.৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে ফুলকি । প্রথম থেকেই টিআরপি ভাল ধারাবাহিকের
চার নম্বরে রয়েছে 'কার কাছে কই মনের কথা' । চলতি সপ্তাহে টিআরপি বেড়েছে ধারাবাহিকের । প্রাপ্ত নম্বর ৬.৩
গত কয়েক মাস ধরে টিআরপিতে বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া । তবে, এবার পাঁচে নেমে গিয়েছে ধারাবাহিক । প্রাপ্ত নম্বর ৬.২
ষষ্ঠ স্থানে Love বিয়ে আজকাল । প্রাপ্ত নম্বর ৫.৭
সাত নম্বরে তিনটে ধারাবাহিক, জল থই থই ভালোবাসা, রাঙা বউ ও সন্ধ্যাতারা । প্রাপ্ত নম্বর ৫.৩
আটে আছে দুই ধারাবাহিক । ৫.১ নম্বর নিয়ে অষ্টম হরগৌরী পাইস হোটেল ও ইচ্ছে পুতুল
শেষ দুই স্থানে আছে যথাক্রমে তোমাদের রাণী ও বাংলা মিডিয়াম