চলতি সপ্তাহের সিরিয়ালের টিআরপি এল নির্দিষ্ট দিনেই । বৃহস্পতিবারের রেজাল্টে কে পেল এ প্লাস, কার নম্বর কমে গেল । দেখে নিন সেরা পাঁচের তালিকা
প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও 'বেঙ্গল টপার' হয়েছে 'অনুরাগের ছোঁয়া' । প্রাপ্ত নম্বর ৮.৫
৭.৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ও ফুলকি । গত সপ্তাহের মতো এ সপ্তাহেও দুই ধারাবাহিকের মধ্যে জোরদার টক্কর দেখা গেল
পর্না-সৃজনের মন কষাকষি, ডির্ভোস...এবারও দর্শকদের মন জয় করেছে । তাই, তিন নম্বরেই রয়েছে 'নিম ফুলের মধু'
চার নম্বরে দু'টো ধারাবাহিক । একটা হল সন্ধ্যাতারা ও আরেকটা মানালি দে-র 'কার কাছে কই মনের কথা'। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২
পাঁচ নম্বরে উঠে এল হরগৌরী পাইস হোটেল । এ সপ্তাহে বড় চমক এটাই