৪২-এ পা রণবীরের। তবে রাহার বাবার পর এটাই প্রথম জন্মদিন তাঁর। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন আলিয়া।
দর্শকরা ভাবতেও পারেননি রণবীর-কঙ্কনার জুটি এত হিট হতে পারে। অয়ন মুখার্জি পেরেছিলেন, বাকিটা তো ইতিহাস।
অনুরাগ বসুর ছবিতে রণবীর-প্রিয়াঙ্কা কী কামালটাই না করেছিলেন। অস্কার মনোনয়নও পেয়েছিল ছবিটি
দীপিকার সঙ্গে বিচ্ছেদ হলে কী হবে। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' তে দীপিকা-রণবীর জুটি কাজ করেছিল 'ম্যাজিকের মতো।
২০১১ তে মুক্তি পেয়েছিল ছবিটি। কাজ করেছিল রণবীর-ইমিতিয়াজ আলি জুটির ম্যাজিক। গানের জন্যেও আলাদা করে মনে থেকে যায় ছবিটি
সঞ্জয় দত্তের বায়োপিকে রণবীরের দুরন্ত পারফরম্যান্স প্রমাণ করেছিল, কাপুর পরিবারের সন্তানের রক্তেই অভিনয়।