হলিউডের বহুচর্চিত দুই সিনেমা 'বার্বি' ও 'ওপেনহাইমার' । গত কয়েকদিনে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় । তৈরি হয়েছে হ্যাশট্যাগ 'বার্বেনহাইমার'।
'বার্বেনহাইমার' ওয়ার্ল্ডের রং লেগেছে সর্বত্র । এবার তাতে সামিল স্বর্ণযুগের তারকা উত্তম-সুচিত্রা-সৌমিত্ররা । ভাইরাল সেই ছবি । সৌজন্যে এআই ।
গোলাপি ড্রেস, চুলে সোনালি রং...বার্বি লুকে সুচিত্রা সেন । প্রযুক্তি বোধ হয় একেই বলে !
কালো কোট, প্যান্ট, মাথায় টুপি...ওপেনহাইমার রূপে কেমন লাগছে সৌমিত্রকে ?
কেনের চেহারা, বাইসেপস আর উত্তমকুমারের মুখ ! কোনওদিন ভেবেছেন, এভাবে দেখবেন মহানায়ক-কে !