Rituparna Sen Birthday : ৪৫-এও হটনেস অ্যালার্ট, জন্মদিনে ঋ

By Editorji News Desk
Published on | Jul 26, 2023

৪৫-এ ঋতুপর্ণা সেন

ঋ সেন। পুরো নাম ঋতুপর্ণা সেন। বাংলা টেলিভিশন ও সিনে জগতের জনপ্রিয় অভিনেত্রী । আজ তাঁর ৪৫ তম জন্মদিন ।

Image Credit: Facebook

বয়স কেবল সংখ্যামাত্র

বয়সের বাড়লেও ঋ-কে দেখে তা বোঝার উপায় নেই একেবারেই । পুরুষ হৃদয়ে ঝড় তুলতে পারেন এখনও । এক নিমেষেই তাঁদের ঘায়েল করে দেয় তাঁর বোল্ডনেস ।

Image Credit: Facebook

কেরিয়ার

ছোটপর্দা থেকে শুরু তাঁর অভিনয়ের কেরিয়ার । তবে সবথেকে বেশি পরিচিতি পান 'কসমিক সেক্স'-এ অভিনয় করে । অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়ে দেন ঋ ।

Image Credit: Facebook

বাংলা বিনোদনে 'সেক্স সিম্বল'

ঋ টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রীও । সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, বারাবার । এমনকী, সিনেমার প্রয়োজনে পোশাক খুলতেও দ্বিধাবোধ করেননি ।

Image Credit: Facebook

একান্ত ব্যক্তিগত

বিয়ে করেননি এখনও । তবে, পরিচালক কিউ এর সঙ্গে সম্পর্কে একসময় সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে । বর্তমানে একাই থাকেন অভিনেত্রী ।

Image Credit: Facebook