মঙ্গলবারের পর বুধবার । পরপর দু'দিন দাম কমল সোনার । গত কয়েকদিন ধরে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী । তবে, বুধবারের বাজার খুলতেই স্বস্তি মধ্যবিত্তদের
১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৩০ টাকা । কলকাতায় নতুন দাম হয়েছে ৪৭ হাজার টাকা
২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪০০ টাকা । কলকাতায় বিক্রি হচ্ছে ৫৭,৪৫০ টাকায়
৪৪০ টাকা কমেছে ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম । বুধবার কলকাতায় এই পরিমাণ সোনার দাম ৬২,৬৭০ টাকা
সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে । এক কেজি রুপোর বাটের দাম কমেছে ৩০০ টাকা । নতুন দাম হয়েছে ৭৮,২০০টাকা
সোনা হোক বা রুপো...বিয়ের মরসুমে গয়না কেনার উপযুক্ত সময় কিন্তু এখনই