Gold-Silver Price Today : পরপর তিনদিন সোনার দামে পতন, নিয়ন্ত্রণে রুপোও

By Editorji News Desk
Published on | Jan 18, 2024

বিয়ের মরসুমে সুখবর

পরপর তিনদিন দাম কমল সোনার। বিয়ের মরসুমে সোনা কেনার উপযুক্ত সময় এখনই । দেখে নিন,আজ কলকাতায় কত হয়েছে সোনা-রুপোর দাম

Image Credit: Facebook

১৮ ক্যারেট

১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৫০ টাকা । আজ কলকাতায় এই পরিমাণ সোনা বিক্রি হচ্ছে ৪৬,৯৬০ টাকায়

Image Credit: Facebook

গহনা সোনা

৩০০ টাকা দাম কমেছে গহনা সোনার । আজ ২২ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৪০০ টাকা

Image Credit: Facebook

পাকা সোনা

গহনা সোনার পাশাপাশি দাম কমেছে পাকা সোনারও । ৩৩০ টাকা কমে ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম হয়েছে ৬২,৬২০ টাকা

Image Credit: Facebook

অপরিবর্তিত রুপো

রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি । বৃহস্পতিবার কলকাতায় এক কেজি রুপোর বাটের দাম ৭৫,৯০০ টাকা

Image Credit: Facebook