Gold-Silver Price Today : ছুটির দিন সোনা-রুপোর বাজারদর কত ?

By Editorji News Desk
Published on | Dec 17, 2023

সোনা-র খবর

শনিবারের পর রবিবারও সোনায় স্বস্তি । এদিন, সোনার দাম অপরিবর্তিত । ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত আজ, জেনে নিন

১৮ ক্যারেট

১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৮৮০ টাকা

২২ ক্যারেট

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৭,৩০০ টাকা

২৪ ক্যারেট

২৪ ক্যারেট ১০ গ্রামের সোনার দামেও পরিবর্তন নেই । রবিবার কলকাতায় এই পরিমাণ সোনার দাম ৬২ হাজার ৫১০ টাকা

রুপো

সোনার পাশাপাশি রুপোর দামও অপরিবর্তিত । এক কেজি রুপোর বাটের দাম রয়েছে ৭৭,৭০০ টাকা