রবিবারের পর সোমবারেও অপরিবর্তিত গহনা সোনার দাম। ২২ ক্য়ারেট ১০ গ্রামের দাম ৬০,৭৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার দামও একই রয়েছে । কলকাতায় ১০ গ্রামের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৬৬,২৭০ টাকায়।
সোমবার ১৮ ক্যারেট সোনার দামও নতুন করে বাড়েনি। ১০ গ্রামের দাম রয়েছে ৪৯,৭০০ টাকা।
রবিবার অপরিবর্তিত থাকার পর সোমবার রুপোর দরে স্বস্তি পেলেন ক্রেতারা।
সোমবার কলকাতার বাজারে ১ কেজি রুপোর দর ৭৫ হাজার ৬০০ টাকা।