বছরের প্রথমদিনই ক্রেতাদের মুখে হাসি ফুটল । শনি ও রবিবারের মতো সোমবারও সোনার দাম অপরিবর্তিত রইল
পরপর তিনদিন সোনার দাম অপরিবর্তিত । তাই সোমবারও ১৮ ক্যারেট ১০ গ্রামের দাম রয়েছে ৪৭,৯০০
২২ ক্যারেট সোনার দামেও নেই পরিবর্তন । এদিন গহনা সোনার ১০ গ্রামের দাম ৫৮,৫৫০
সোমবার পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৬৩,৮৭০
সোনার পাশাপাশি রুপোর দামেও কোনও পরিবর্তন নেই । এদিন রুপোর দাম রয়েছে ৭৮,৬০০