Gold And Silver Price: বিয়ের মরশুম, অস্বস্তি সোনা-রুপোর বাজারদরে

By Editorji News Desk
Published on | Feb 24, 2024

২২ ক্যারেট

শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২০০ টাকা। ফলে সপ্তাহের শেষে কলকাতার বাজারে ১০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ৫৭ হাজার ৭০০ টাকা।

Image Credit: ফেসবুক

২৪ ক্যারেট

এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২২০ টাকা। নতুন দর ৬২ হাজার ৯৫০ টাকা।

Image Credit: ফেসবুক

১৮ ক্যারেট

১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১৭০ টাকা। নতুন দাম ৪২ হাজার ২১০ টাকা।

Image Credit: ফেসবুক

রুপোর দর

শনিবার কলকাতার বাজারে দর বেড়েছে রুপোর। পর পর দুদিন অপরিবর্তিত থাকার পর কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৪০০ টাকা।

Image Credit: ফেসবুক

রুপোর নতুন দর

শনিবার ১ কেজি রুপো বিকোচ্ছে ৭৪ হাজার ৯০০ টাকায়।

Image Credit: ফেসবুক