সপ্তাহের প্রথম দিনে আরও কমল হলুদ ধাতুর দাম। লাগাতার বেশ কয়েকদিন সোনার দাম নিম্নমুখী।
২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম পর পর বেশ কয়েকদিন কমার পর রবিবার একই ছিল, আজ আরও কমল।
২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ২০০০ টাকা কমে আজ ৫ লক্ষ ৭৮ হাজার টাকা।
১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ২,২০০ টাকা কমে ৬ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা।
আগামী কয়েক মাস বিয়ের মরশুম, ,দাম কম থাকতে থাকতে তাহলে আজই কিনুন।
রুপোর দামও আজ নিম্নমুখী । এক কেজি রুপোর দাম ৭৬,৪০০ টাকা।