বিয়ে-উৎসবের মরশুমে সস্তা হল সোনা। জেনে নিন বুধবারের সোনার দর
বুধে একেবারে সোনায় সোহাগা, ২২ এবং ২৪ ক্যারেট সোনার দামে পতন।
১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২০০০ টাকা কমে হয়েছে ৫,৬৭,৫০০ টাকা।
২৪ কারেট সোনার ১০০ গ্রামের দাম কমেছে ২,২০০ টাকা, আজকের দাম ৬,১৯,১০০ টাকা
যারা ভবিষ্যতের জন্য গয়না কিনে রাখতে চান, তাঁরা আর দেরি করবেন না, সোনার দাম কম থাকতেই কিনে ফেলুন।
রুপোর দামে আজ কোনও ওঠাপড়া নেই, এক কেজি রুপোর বাটের দাম ৭৫,৭০০ টাকা।