5 Top TATA company stocks: টাটার সেরা ৫ কোম্পানি কোনগুলি?

By Editorji News Desk
Published on | Oct 26, 2023

টিসিএস

ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি সংস্থা। মোট সম্পত্তি ২৪৭,৩৭০ কোটি টাকা।

Image Credit: facebook

টাটা স্টিল লিমিটেড

১৯০৭-এ তৈরি হওয়া দেশের প্রথম বেসরকারি ইস্পাত সংস্থা। মোট সম্পত্তি ১৪৬,৬৫৮ কোটি টাকা।

Image Credit: facebook

টাটা মোটরস লিমিটেড

মোট সম্পত্তি ২৩৬,৭০০ কোটি টাকা। সারা বিশ্বের অন্যতম অটোমোবাইল এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থা।

Image Credit: facebook

টাইটান

দেশের সেরা ঘড়ি, চশমা, গয়না প্রস্তুতকারক সংস্থাগুলির অন্যতম টাইটান, সম্পত্তির পরিমাণ ২৮৫,৮৯৮ কোটি।

Image Credit: facebook

টাটা কেমিকালস

মোট সম্পত্তি ২৪,৯১৫ কোটি। দেশের রাসায়নিক প্রস্তুত কারক সংস্থাগুলির মধ্যে একেবারে ওপরের দিকে টাটা কেমিকালস।

Image Credit: facebook