লোকসভায় বক্তব্য রাখছেন রাহুল গান্ধী। জানালেন, মণিপুুরে যাননি প্রধানমন্ত্রী। মণিপুর ভারতের অংশ, মনেই করেননি প্রধানমন্ত্রী। জানালেন, তিনি আজ যা বলবেন, মন থেকে বলবেন।
মণিপুরে হিংসার ঘটনায় ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। বিজেপি দেশভক্ত নয়, বিজেপি দেশদ্রোহী। মণিপুরে আমার মা-কে মেরে ফেলেছেন। সংসদে আক্রমণ রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর বক্তব্যের পরই লোকসভায় বিক্ষোভ বিজেপি সংসদদের। অনাস্থা বিতর্ক নিয়ে রাহুলের বক্তব্যে উত্তাল হয় সংসদের উঁচু কক্ষ।
মণিপুর যাননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনে করেন না, মণিপুুর ভারতের অংশ। রাহুল গান্ধী বললেন, "আমি কয়েকদিন আগে রিলিফ ক্যাম্পে যাই। মহিলা ও বাচ্চাদের সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রী এখনও সেই কাজ এখনও করেনি।"
দেশের আওয়াজ শুনতে গেলে, অহঙ্কার ত্যাগ করতে হবে। ঘৃণাকে ত্যাগ করতে হবে। স্বপ্নগুলো না দেখলে, দেশের আওয়াজ শোনা যায় না।
"দেশের কৃষকদের দুর্দশা, যন্ত্রণা, কষ্ট সব অনুভব করতে পেরেছি ভারতজোড়ো যাত্রায়।" সংসদে বক্তব্য রাখতে গিয়ে বললেন রাহুল গান্ধী।
ভারত জোড়ো যাত্রায় অনেকের কাছ থেকে প্রেরণা পেয়েছেন। জানালেন রাহুল গান্ধী। প্রথম কয়েকদিন পায়ে খুবই চোট পান। অনেক লোক এসে তাঁকে প্রেরণা দেন।
বিজেপি সাংসদদের হট্টগোল থামান স্পিকার ওম বিড়লা
ভারত জোড়ো যাত্রা নিয়ে সংসদে নিজের বক্তব্য রাখলেন রাহুল
রাহুল গান্ধীর বক্তব্য শুরু হওয়ার পরই সংসদে হট্টগোল শুরু করে বিজেপি।
রাহুল বলেন, "আদানিকে নিয়ে মুখ খোলায় অসন্তুষ্ট হয়েছিলেন। তার জন্য ক্ষমা চাইছি. কিন্তু আমি সত্যি বলেছিলাম।"
লোকসভায় ফেরানোর জন্য স্পিকার ওম বিড়লাকে ধন্যবাদ রাহুল গান্ধী
লোকসভায় রবিশঙ্কর প্রসাদ ও নিশিকান্ত দুবের নেতৃত্বে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি
ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল বিজেপি।
ভারত ছাড়ো আন্দোলনের ৮১ বছর পূর্তিতে লোকসভায় ১ মিনিট নীরবতা পালন সাংসদদের।
বুধবার কংগ্রেস জানিয়েছে, দুপুর ১২টায় প্রথম বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ রাহুন গান্ধী। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় তিনিই বিতর্ক শুরু করবেন।
দুদিন আগে সংসদে ফিরলেও এখনও পর্যন্ত কোনও বিষয় নিয়ে মুখ খোলেননি রাহুল গান্ধী।
মণিপুর ইস্যুতে লোকসভায় আজ বক্তব্য রাখবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জানিয়েছেন, অধীর চৌধুরী।