আর মাত্র কয়েক মাস। তার পরেই লোকসভা নির্বাচন। তার আগে রবিবার প্রকাশিত হচ্ছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। যে ব়াজ্যগুলির ফল প্রকাশ করা হবে সেগুলি হল রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং তেলাঙ্গানা। কিছু সংগঠনের অনুরোধে মিজোরামের ফলাফল এদিন প্রকাশ করা হবে না। চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই। অন্যদিকে তেলাঙ্গানায় লড়াইয়েরর ময়দানে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বি আর এস। এখন দেখার সেমিফাইনালের লড়াইয়ে কে শেষ হাসি হাসে।
তেলাঙ্গানার জুবলি হিলসে কংগ্রেসের প্রাথী ছিলেন আজহারউদ্দিন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দশ রাউন্ড গণনার পর ১৬৪৮ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।
দেশজুড়ে মোদী সুনামি চলছে। এবং ২০২৪ পর্যন্ত গোটা দেশেই তা বহাল থাকবে। তিন রাজ্যে ভালো ফল করার পর বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
চার রাজ্যের মধ্যে তিনটিতেই গেরুয়া ঝড়। বেলা গড়াতেই ফল আরও পরিষ্কার হচ্ছে। ইতিমধ্যে দিল্লিতে বিজেপি পার্টি অফিসের বাইরে দলের কর্মী ও সমর্থকদের উল্লাস।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৫১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি ঝালরাপাতান কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন।
যত বেলা বাড়ছে ব্যবধান বাড়াচ্ছে বিজেপি। দুপুর ১টা পর্যন্ত ইন্ডিয়া টুডে অনুযায়ী ৫৩টি আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে মাত্র ৩৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
লড়লো বেহেনা (Ladlo Behna) ছিল এই নির্বাচনের গেম চেঞ্জার ইস্যু। এর জন্য শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ। কংগ্রেস যখন লাড্ডু তৈরিতে ব্যস্ত ছিল আমরা তখন নিজেদের কাজ করেছি।
সূত্রের খবর, রবিবার সন্ধে সাড়ে ৫টা নাগাদ দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের মানুষ মোদী সরকারের উপর ভরসা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিজেপির কর্মী ও নেতারা কাজ করেছেন। লোকসভা নির্বাচনেও খুব ভালো ফল হবে।
ক্ষমতা বদলের সম্ভাবনা রাজস্থান এবং তেলঙ্গানায়। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে এগিয়ে রয়েছে বিজেপিই
ইন্ডিয়া টুডের লেটেস্ট আপডেট অনুযায়ী ৪৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ৩৮টি আসনে এগিয়ে কংগ্রেস। যদিও এখনও বেশ কয়েকটি রাউন্ডের গণনা বাকি রয়েছে।
যত রাউন্ড বাড়ছে ততই এগিয়ে চলেছে বিজেপি। ১১টা ২৫ নাগাদ প্রকাশিত ফল (ইন্ডিয়া টুডে) অনুযায়ী ৫২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।
একদিকে যখন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে ঠিক সেসময়ই লোকসভা ভোটের রণনীতি তৈরি করতে বৈঠকে বসতে চলেছে INDIA জোট। কংগ্রেসের তরফে আগামী ৬ ডিসেম্বর কেন্দ্রের বিরোধী জোটের বৈঠক ডাকা হয়েছে। ডিল্লিতে ওই বৈঠক হবে বলে জানিয়েছেন মল্লিকার্জুন খড়গে।
কার দখলে থাকবে ছত্তিশগড়? গণনার শুরুতে অনেকটাই এগিয়ে ছিল কংগ্রেস। যদিও বেলা গড়াতেই ছবি বদলাতে শুরু করেছে। ১০টা ৫৮ মিনিটের লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী ছত্তিগড়ে বিজেপি এবং কংগ্রেসের দখলে ৪৪টি করে আসন।
প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছেন মধ্যপ্রদেশের মানুষ। অমিত শাহের রণনীতি অত্যন্ত ভালোভাবে কাজ করেছে এখানে। প্রতিটি কার্যকর্তা প্রচন্ড পরিশ্রম করেছেন।
প্রধানমন্ত্রীর একাধিক যোজনা থেকে সাধারণ মানুষ লাভবান হয়েছেন
শেষ ট্রেন্ড অনুযায়ী রাজস্থানে ১০৭টি আসনে এগিয়ে বিজেপি। ইতিমধ্যে সেখানে উদযাপন শুরু করেছে গেরুয়া শিবির।
ভোটের ফল এখন সম্পূর্ণ বের হয়নি। তবে ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছে কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেসে উদযাপন শুরু করেছেন কংগ্রেস নেতা ও সমর্থকরা। বিভিন্ন জায়গায় ঢোল, বাজি, মিষ্টিমুখ করিয়ে উদযাপন করছেন তাঁরা।
গণনার শুরু থেকেই তেলাঙ্গানায় এগিয়ে ছিল কংগ্রেস। সেই মতো বেলা বাড়তে ব্যবধান আরও বাড়ছে। এই ট্রেন্ড চলতে থাকলে তেলাঙ্গানায় ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস।
তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী কে সি রাও। যে দুটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন সেগুলি হল কামারেড্ডি এবং গজওয়েল। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, কামারেড্ডি থেকে এগিয়ে থাকলেও গজওয়েল কেন্দ্রে বেশ কিছুটা পিছিয়ে রয়েছেন কে সি রাও।
ছত্তিশগড়- এগিয়ে রয়েছে কংগ্রেস
রাজস্থান- এগিয়ে রয়েছে বিজেপি
মধ্যপ্রদেশ- এগিয়ে রয়েছে বিজেপি
তেলাঙ্গানা- এগিয়ে রয়েছে কংগ্রেস
গণনার প্রথমের দিকে বেশ কিছু এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু বেলা গড়াতেই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে। ২৩০ আসনের বিধানসভা আসনের মধ্যে ১২৮ টা আসনে এগিয়ে রয়েছে BJP, ৯৯টি আসনে এগিয়ে কংগ্রেস। যদিও সম্পূর্ণ ফল প্রকাশে এখনও অনেক দেরি।
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে থাকার নিরিখে মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ছাড়াল BJP
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে থাকার নিরিখে তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস
আপডেট
সর্দারপুরা থেকে এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট
টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সচিন পাইলট
প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে থাকার নিরিখে ছত্তিশগড়ে ম্যাজিক ফিগার ছাড়াল কংগ্রেস
সকাল ৮টা ৫৬
বিজেপি এগিয়ে ৬৮টি আসনে
কংগ্রেস এগিয়ে ৬০টি আসনে
সকাল ৮টা ৫১
কংগ্রেস এগিয়ে ৪৪টি আসনে
BRS এগিয়ে ২১টি আসনে
বিজেপি এগিয়ে ৮টি আসনে
বুধানি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
চার রাজ্যে ভোট ফলাফল রবিবার। ভাগ্য নির্ধারণ হবে কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীর। তাঁরা হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁরা দুজনেই গণনা পর্বের শুরুতে এগিয়ে রয়েছেন।
মধ্যপ্রদেশে ২৭ আসনে এগিয়ে কংগ্রেস এবং ১৮টি আসনে এগিয়ে কংগ্রেস
রাজস্থানে ২৬টি আসনে এগিয়ে কংগ্রেস, ২৫ টি আসনে এগিয়ে BJP
ছত্তিশগড়ে ২১ টি আসনে এগিয়ে কংগ্রেস, ২০ টা আসনে এগিয়ে BJP।
তেলাঙ্গানায় ১১৯ আসনের মধ্যে ২৭টি আসনে প্রথম রাউন্ডের গণনা চলছে। ১৩টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ৯টি আসনে এগিয়ে BRS। BJP এগিয়ে ৫টি আসনে।
মধ্যপ্রদেশের ছত্তরপুরে পোস্টাল ব্যালট গণনা শুরু হল। গণনা কেন্দ্রে কড়়া নিরাপত্তা জারি করা হয়েছে
ইতিমধ্যে শুরু হয়েছে গণনা। চারর রাজ্যেই ইতিমধ্যে পোস্টাল ব্যলট গণনা চলছে।
কড়া নিরাপত্তায় চার রাজ্যে শুরু হল ভোট গণনা। প্রতিটি কেন্দ্রে রয়েছেন কেন্দ্রীয় বাহনীর জওয়ানরা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকরা গণনা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন।