অবসরের দু'বছর পর ফের বাইশ গজে ফিরছেন যুবরাজ সিং! ইনস্টাগ্রামে সেকথাই জানালেন যুবি। ফেব্রুয়ারি মাসেই মাঠে নামতে পারেন তিনি। সোশাল মিডিয়ায় জানালেন, সবার অনুরোধেই মাঠে ফিরবেন তিনি।
২০১৯ সালে অবসর নিয়েছিলেন যুবরাজ। দুবছর পর ফের ক্রিকেটে ফেরার ঘোষণা করলেন। ইনস্টাগ্রামে সোমবার রাতে পোস্ট করেন যুবি। সেখানে তিনি লেখেন, " সবার অনুরোধে আশা করি ফেব্রুয়ারি মাসে মাঠে ফিরব।" সমর্থকদেরও ধন্যবাদ জানান তিনি। তবে কামব্যাক নিয়ে বেশি কিছু বলেননি যুবি।
২০১১ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হয়েছিলেন যুবরাজ সিং। ২০০৭ T20 বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স ছিল যুবির। অবসরের পরেও কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছিলেন যুবি।