নিজের ক্রিকেট জীবনের অন্যতম সেরা ফর্মে আছেন কে এল রাহুল। টি২০ ক্রিকেটে চতুর্থবার শতরানের জুটি গড়া রোহিত-রাহুলকে দেখা যাবে না নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। চোটের জন্য বাদ গেলেন রাহুল। বা পায়ের থাইয়ে পেশিতে চোট রয়েছে তার। খুব সাংঘাতিক না হলেও, অযথা ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।
ভারত-নিউজিল্যান্ড টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রহাণে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। বাদ পড়লেন লোকেশ রাহুল। তার বদলে দলে এলেন সূর্যকুমার যাদব।
মঙ্গলবার চেতেশ্বর পূজারা জানিয়েছেন আসন্ন সিরিজে ওপেন করবেন শুভমন গিল-ময়ঙ্ক আগরওয়াল জুটি।