ম্যালেরিয়ার (Malaria) চিকিৎসায় এল বড়সড় সাফল্য! শিশুদের জন্য ম্যালেরিয়ার টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
বিশ্বের প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকায় (Malaria Vaccine) ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা "হু" (WHO)। ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে যে ভ্যাকসিনে অনুমোদন মিলেছে, তার নাম "আরটিএস, এস/এএস জিরো ওয়ান" (RTS,S/AS01)। প্রচলিত নাম "মস্কুইরিক্স" (Mosquirix)।
Drug abuse among children: আপনার সন্তান মাদকাসক্ত হয়ে পড়ছে না তো? কীভাবে বুঝবেন? কী করবেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে অতিমারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। হু-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত।