সেপ্টেম্বরে ৩দিন পূর্ণ লকডাউন বঙ্গে, ৮ থেকে চলবে মেট্রো

Updated : Aug 31, 2020 19:07
|
Editorji News Desk

কেন্দ্রীয় সরকারের উল্টো পথে হেঁটে সেপ্টেম্বরে ৩ দিন পূর্ণ লকডাউন বহাল রাখার সিদ্ধান্ত নিল রাজ্য। ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন বজায় থাকবে। ৭ তারিখ লকডাউন থাকায় কলকাতায় মেট্র পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।

 সেপ্টেম্বরের শুরু থেকে আনলক-৪ ঘোষণার পাশাপাশিবকেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও রাজ্য পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারবে না। কিন্তু ৩১ অগস্ট বিজ্ঞাপ্তি জারি করে নবান্ন জানাল, দিল্লির নির্দেশ বাংলায় মানা হবে না।

 আনলক-৪ পর্যায়ে রাজ্যের সর্বত্র স্কুল-কলেজ বন্ধ থাকবে। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন উদ্যানও বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বহাল থাকবে। জেলা প্রশাসন কনটেনমেন্ট জোনগুলি চিহ্নিত করবে। 

Recommended For You