বৃষ্টির ভ্রুকুটি কেটেও যেন কাটছে না। আবার আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ষষ্ঠী-সপ্তমী তেমনভাবে না হলেও অষ্টমী থেকে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। নবমী-দশমী এরকমভাবে কাটলেও নিম্নচাপের প্রভাবে একাদশী থেকে বৃষ্টির তেজ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি দিল্লির মৌসম ভবন জানিয়েছে, রাজ্যের পশ্চিম এবং উত্তরের বেশ কিছু জেলা থেকে মৌসুমিবায়ু বিদায় নিয়েছে। ফলে বর্ষাবিদায় শুরু হয়েছে রাজ্যে। কিন্তু বর্ষার বিদায়ঘণ্টা বাজলেও এখনই রাজ্যের পিছু ছাড়বে না বৃষ্টি। উত্তর আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। তার প্রভাবে অষ্টমী থেকে দশমী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিুপর আবহাওয়া দফতর। একাদশী থেকে বাড়তে পারে বৃষ্টি।
তবে আশার কথাও শুনিয়েছে হাওয়া অফিস। গত সপ্তাহ থেকে দেশে বর্ষাবিদায় শুরু হয়েছে। সোমবার এ রাজ্যেও বর্ষাবিদায় শুরু হল। আগামী কয়েকদিনের মধ্যে গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলেই মনে করছেন আবহবিদরা।