টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার (Kolkata) বিভিন্ন এলাকা। লালবাজার ট্রাফিক কন্ট্রোল (Lalbazar Traffic Control) সূত্রে খবর, এমজি রোড, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া কালীবাড়ি, এমজি রোড (MG Road), সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ের একাংশে জল জমে রয়েছে। জল জমেছে বেহালা পশ্চিমের একাংশেও। জলমগ্ন এলাকাগুলিতে যানচলাচল ধীর গতিতে হচ্ছে।
মধ্য কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের ছবিও একইরকম। কলকাতা কর্পোরেশনের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১২৬ নম্বর ওয়ার্ডের আনন্দনগরে টানা দুদিনের বৃষ্টিতে জল জমে গেছে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, সুন্দরবনের নদীবাঁধে নজরদারি প্রশাসনের
রবিবার রাতের টানা বৃষ্টিতে জল জমেছে বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের (ISI) কাছে। বিটি রোডের একাংশেও জল জমেছে। টবিনরোড ঘোষপাড়াও জলমগ্ন।