শুক্রবার T20 বিশ্বকাপে (T20 World Cup) জয়ের পর স্কটল্যান্ডের ড্রেসিংরুমে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমবার স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলল টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচের পর শুভেচ্ছা বিনিময় করলেন দুই দলের ক্রিকেটাররা।
বিরাট ও রোহিতের সঙ্গে স্কটল্যান্ডের ড্রেসিংরুমে যান রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, ইশান কিষাণও। দীর্ঘক্ষণ স্কটিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তাঁরা। ম্যাচ শুরু হওয়ার আগে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার বিরাটদের ড্রেসিংরুমে আমন্ত্রণ জানান।
পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে পরপর হারের পর T20 বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে জয় পেল টিম ইন্ডিয়া। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রান তোলে স্কটল্যান্ড। ৬ ওভার তিন বলেই ম্যাচ জিতে নেয় ভারত।