বিরাট কোহলি নিজেই দেশের ওয়ান ডে দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন। এমনটাই জানালেন রবি শাস্ত্রী। আর্ন্তজাতিক ক্রিকেটে আরো ভাল পারফর্ম করার জন্যই এমন পদক্ষেপ নিতে পারেন কোহলি।
শুক্রবার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহালির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে শাস্ত্রী বলেন, "লাল বলের ক্রিকেটে গত পাঁচ বছর ধরে ভারত এক নম্বর দল। যদি বিরাট নিজে ছাড়তে না চায়, যদি না মানসিক অবসাদ চলে আসে, তা হলে আশা করব ও অধিনায়কত্ব চালিয়ে যাবে। এটাও ঘটনা যে, টেস্ট ক্রিকেটের দারুণ এক প্রতিনিধি বিরাট।’’
Team India: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের নেতা রাহানে
পরক্ষণেই টিম ইন্ডিয়ার বিদায়ী কোচ যোগ করেন, "তবে ওর মধ্যে এমন ভাবনা আসাটাও অপ্রত্যাশিত নয় যে, নিজের উপরে চাপ কমাতে অধিনায়কত্ব ছেড়ে দিল। বলতেই পারে যে, নিজের ব্যাটিংয়ের উপরে বেশি মনোনিবেশ করতে চায়। এই সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যতে ও নিতেই পারে।"