প্রায় ২বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে, ওয়ান ডে বা টি২০-তে সেঞ্চুরির খরা চলছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। যার ফলে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারত অধিনায়ক বর্তমানে নেমে এসেছেন ৫ নম্বরে।
আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ৯০১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ৮৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, চতুর্থ স্থানে রয়েছেন আরও এক অসি তারকা মার্নাস লেবুশানে। তার পয়েন্ট ৮৭৮। ১০০ -এরও বেশি পয়েন্টে পিছিয়ে পঞ্চম স্থানে ভারত অধিনায়ক। কোহলির প্রাপ্ত পয়েন্ট ৭৭৬।
বিরাট এই অবনমন মেনে নিতে পারছেন না কোহলির ছেলে বেলার কোচ রাজকুমার শর্মা। হতাশ তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,'বিরাট কোহলি টেস্ট র্যাঙ্কিং-এ পাঁচে নেমে যাওয়াটা আমার কাছে খুবই যন্ত্রণার। আমি জানতাম, জো রুট ওকে টপকে যাবে। আমি ওর সঙ্গে নিশ্চয়ই কথা বলব।'