দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবার ম্যাচ জিতে এই নিয়ে নয়বার ফাইনালে ওঠার রেকর্ড তৈরি করল চেন্নাই সুপার কিংস। আইপিএলের প্রথম প্লে-অফে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ধামাকা পারফরম্যান্সে উচ্ছ্বসিত বিরাট কোহলি ও বীরেন্দ্র সেহওয়াগ। শেষ ওভারে শেষে পরপর তিন বলে তিনটে চার মেরে চেন্নাইকে জেতান ধোনি। দীর্ঘদিন পর বিশ্বের সেরা ফিনিশার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব।
ধোনির এই পারফরম্যান্সের পর টুইটে বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, "চেন্নাইয়ের দারুণ জয়। ঋতুরাজের অনবদ্য পারফরম্যান্স। উথাপ্পার দারুণ পারফরম্যান্স। আর ধোনি দেখালেন, একটা ম্যাচের জন্য টেম্পারমেন্ট কতটা জরুরি। গত বছরের খারাপ পারফরম্যান্সের পর এবার ফের ফাইনালে পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস।"
চেন্নাই সুপার কিংস ফাইনালে ওঠার পর প্রশংসা করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিও। তিনি টুইটে লেখেন, "রাজা ফিরেছে। ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার। এই ম্যাচ দেখে আরেকবার চেয়ার থেকে পড়ে গেলাম।" ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালেও শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান মহেন্দ্র সিং ধোনি। সেই স্মৃতি রোমান্থন করেছেন বিরাট।