করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron) নিয়ে সারা পৃথিবীজুড়েই তৈরি হয়েছে আশঙ্কা, উদ্বেগ। ভ্যাকসিন প্রস্তুতকারকরাও উঠে পড়ে লেগেছে নয়া স্ট্রেনের বিরুদ্ধে করোনা টিকাকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলতে।
ব্লুমবার্গের খবর বলছে, বায়োএনটেক, ফাইজার ইতিমধ্যে ১০০ দিনের মধ্যে করোনা টিকার আরও উন্নত সংস্করণ আনতে চলেছে। মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্নাও(Moderna) সেরকমই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিবিসিকে সেরকমই জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার পল বার্টন।
তবে বিজ্ঞানী, বিশেষ করে ভাইরোলজিস্টরা (Virologist) বলছেন, ওমিক্রনের ধর্ম বুঝতে তাঁদের এখনো বেশ কিছুটা সময় লাগবে। ওমিক্রন সংক্রমণের চরিত্র নিয়ে এখনও খুব স্পষ্ট ধারণা পাননি বিজ্ঞানীরা।
ওমিক্রনের সংক্রমণ সারা পৃথিবীজুড়েই বেশি বিপজ্জনক, শরীরের পক্ষে বেশি ক্ষতিকর, এবং এই স্ট্রেন দ্বারা আক্রান্ত হলে মৃত্যুর সম্ভবনাও বেশি, সেই বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা( WHO)।