দেশে দৈনিক টিকাকরণে ফের ধস । ২৪ ঘণ্টায় প্রায় ৭৩ শতাংশ কম হল টিকাকরণ। রবিবার সকালের পরিসংখ্যানে আগের ২৪ ঘণ্টায় যেখানে ৬৪ লক্ষ ২৫ হাজার ৮৯৩ জন টিকা পেয়েছিলেন বলে জানানো হয়, সোমবারের দেওয়া হিসাবে তা নেমে এসেছে ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮-তে।সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতেই দৈনিক টিকাকরণে ধস চোখে পড়েছে। মঙ্গলবারের পরিসংখ্যানে দৈনিক টিকাকরণ সর্বোচ্চ ৮৬ লক্ষ ১৬ হাজার ৩৭৩-এ গিয়ে ঠেকে। তার পর একবার ৫০ লক্ষের কোটায় নেমে এলেও, গত কয়েক দিন ৬০ লক্ষের কোটাতেই ছিল দৈনিক টিকাকরণ। রবিবার সারা দিনে তা-ই একেবারে ১৭ লক্ষে নেমে এল।