বৃহস্পতিবার থেকে আবার কলকাতা মেট্রোতে(Metro Railway Kolkata) চালু হল টোকেন(Tocken) ব্যবস্থা। আর টোকেন ফিরতেই বেড়েছে যাত্রীসংখ্যা। ফলে ভিড়ের চাপ সামলাতে বাড়ানো হল মেট্রোসংখ্যাও(Metro Rail)।
কোভিড(Covid19) পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য ২০২০ সালের ২৩ মার্চ বন্ধ হয় মেট্রো পরিষেবা(Metro Service)। ওই বছরের ১৪ সেপ্টেম্বর আবার মেট্রো চলাচল শুরু হয়। তবে তখন শুধু স্মার্ট কার্ড(Smart Card) এবং QR কোডের(QR Code) সাহায্যে মেট্রোয় যাতায়াত করা যেত। পরবর্তীতে QR কোড ব্যবস্থা তুলে চালু রাখা হয় শুধু স্মার্ট কার্ড। কিন্তু টোকেন ব্যবস্থা চালু হয়নি।
আরও পড়ুন- West Bengal: মাসে মাসে পড়ুয়াদের টাকা দেবে সরকার, কিন্তু আবেদন করবেন কীভাবে?
চলতি বছরে মেট্রো পরিষেবা চালু হলেও কোভিড সতর্কতার কারণে টোকেন চালু হয়নি। তবে সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য চালু হবে টোকেন।