তথাগতর প্রত্যাবর্তনে জল্পনা বাড়ছে বঙ্গ বিজেপিতে

Updated : Aug 29, 2020 21:42
|
Editorji News Desk

রাজ্য বিজেপির নেতৃত্বে কি তৈরি হল 'তৃতীয় পক্ষ'? মেঘালয়ের সদ্য প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করায় জোরালো হয়েছে সেই জল্পনা। প্রসঙ্গত, সম্প্রতি কোয়ারেন্টাইনে থাকা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে 'পর্যাপ্ত দূরত্ব রেখে' দেখা করেছেন তথাগত। তাঁদের মধ্যে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

গেরুয়া শিবিরের অন্দরের খবর, রাজ্য বিজেপিতে এখন মূলত দু'টি পক্ষ- একটির নেতৃত্বে দিলীপ ঘোষ এবং অন্যটির নেতৃত্বে মুকুল রায়। এই দুই শিবিরের বিরোধ মেটাতে সম্প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্বকেও হস্তক্ষেপ করতে হয়েছে বলে খবর।

এই পরিস্থিতিতে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত নতুন করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ায় তৃতীয় আরেকটি পক্ষের জন্ম হয়েছে। বিজেপি সূত্রের খবর, তথাগতর সেকেন্ড ইনিংস নিয়ে জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে। ইতিমধ্যেই বিজেপি সমর্থকদের একাংশ তথাগতকে ২০২১ সালের ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরে একটি ফেসবুক পেজ তৈরি করেছেন। যদিও তথাগত কলকাতায় নেমেই জানিয়েছেন, তিনি এই ধরনের কাজ সমর্থন করেন না। দল যে দায়িত্ব দেবে, তিনি তা-ই পালন করবেন।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী সম্প্রতি জানিয়েছেন, দল কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিধানসভা নির্বাচন লড়বে না। জয়লাভের পর নির্বাচিত বিধায়কেরা কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Recommended For You