ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। দেশের ৮০ শতাংশ শহরই এখন তালিবানের দখলে৷ ক্রমশ কাবুলের দিকে এগিয়ে আসছে তালিবানরা। পিছু হটছে আফগান সেনা। এর মধ্যে তালিবানের জারি করা একটি নতুন ফতোয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিবান যোদ্ধাদের বিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই কারণে উপযুক্ত পাত্রী চাই। শর্ত হল, পাত্রীদের ১৫ বছরের বেশি বয়সের তরুণী হতে হবে। অথবা বিধবা হলে ৪৫ বছরের নীচে হতে হবে। তাঁদের বিয়ে করে পাকিস্তানের ওয়াজিরিস্তানে নিয়ে যাওয়া হবে। সেখানে সবাইকে মুসলিম ধর্ম নিতে হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ইরান, পাকিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তানের সীমান্ত লাগোয়া একাধিক অঞ্চল তালিবান দখল করে নিয়েছে বলে খবর। বহু আফগান সেনা অন্য দেশে আশ্রয় নিয়েছেন।