চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে লজ্জার হারের যন্ত্রণা ছিলই, তারই ফাঁকে ভারতীয় শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি হল হার্দিক পান্ডিয়াকে ঘিরে। ফের চোট পেলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। । ম্যাচ ফেলে হার্দিককে ছুটতে হল হাসপাতালে। কাঁধের স্ক্যান করাতে।
পাকিস্তানের ইনিংস চলাকালীন হার্দিকের পরিবর্তে ফিল্ডিং করতে দেখা গেল ঈশান কিষাণকে। জানা গেল, হার্দিকের ডান কাঁধে চোট লেগেছে। ব্যথা বাড়ায় ম্যাচ ফেলে রেখে হাসপাতালে ছুটতে হয় তাঁকে নিয়ে।
পরে ভারতীয় শিবির থেকে জানানো হল যে, ব্যাট করার সময় ডান কাঁধে চোট পেয়েছেন হার্দিক। তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছিলই। পিঠের অস্ত্রোপচারের পর থেকে পুরো গতিতে বল করেননি দীর্ঘদিন। সদ্যসমাপ্ত আইপিএলে তো তাঁকে বলই করায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাকিস্তান ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত শুরুর দিকে শুধু ব্যাটার হিসাবেই খেলাতে চান হার্দিক পান্ডিয়াকে।